ইবিতে সিওয়াইবি’র নেতৃত্ব রব্বানী, রিফাত

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি:

কনজুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ অর্থবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাকিব রিফাত মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠিত সংগঠনটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আতিকুর রহমান, আসাদুজ্জামান নূর, গোলাম আজম শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান, শামিম আহমেদ শুভ, এইচ এম রয়েল, কুলছুম আক্তার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারিয়া আখি, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক রউফুল্লাহ খান, দপ্তর সম্পাদক ত্বকি ওয়সিফ, সহ-দপ্তর সম্পাদক শাহ মেহেদি হাসান, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ানুজ্জামান পলাশ, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সুমন রেজা, আইন বিষয়ক সম্পাদক মিম খাতুন, সহ-আইন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানবির শরিফ রিপন।

এছাড়াও প্রচার সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম, সহ-প্রচার সম্পাদক ইদুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুকান্ত দাস, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস কে শরিফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মামুন হোসেইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিন্টু হাসান, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ কাওসার, সহ-সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক ঐশী জামান মুস্কু, নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শান্তা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক অনিক কুমার, গবেষনা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহ-গবেষনা বিষয়ক সম্পাদক খন্দকার আবু সাইম, কার্যনির্বাহী সদস্য নূরুল্লাহ লোকমানী, হাসিবুল হাসান এবং বদরুল আলম সাদী কমিটিতে রয়েছেন।

প্রসঙ্গত, কনজুমার ইয়ূথ বাংলাদেশ (সিওয়াইবি) বিশ্ববিদ্যালয় শাখা ২০১৩ সাল থেকে ‘সচেতন হোন সুন্দর জীবনের জন্যে’ এই স্লোগানকে সামনে রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে সর্বস্তরের মানুষকে ভোক্তা আইন ও অধিকার সম্পর্কে সচেতন করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *