ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্ত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মন এবং আল-কুরআন এন্ড ইসলামকি স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মালেক মিয়া এবং ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা।

অনুষ্ঠানে ড. পরেশ চন্দ্র বর্মন নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের সব সময় অতীতকে ভুলে যেতে হবে। অতীতকে ভুলে যেতে মেমোরি লেশ কার্যক্রমের অভ্যাস গড়ে তুলতে পারো। আমরা যত অতীতকে ভুলে বর্তমান নিয়ে চিন্তা করতে পারবো তত ফল লাভের সম্ভাবনা বেড়ে যাবে। পাশাপাশি আমাদের স্পর্শকাতরতা পরিহার করতে হবে। স্পর্শকাতরতা পরিহার করে যে কোনো পরিবেশে মানিয়ে নিয়ে নিজের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ফলাফল পেতে যাবতীয় চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা স্পর্শকাতরতা পরিহার না করতে পারলে নিজস্ব পরিবেশ এবং ভিন্ন ও নতুন ধারার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবো না তাই তোমরা যারা নবীন ও বিদায়ী আছো তারা অতীতে কি করেছো তা নিয়ে দুশ্চিন্তা ও ভাবনা না ভেবে এখন কি করছো তা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে তবেই যথাযথ প্রত্যাশার ফল ভোগ করতে পারেব।”

উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিজ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘোষিত হয়। পরে আলোচনার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবীনদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ এবং বিদায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ইদুল হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *