মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ বদলগাছী প্রতিদিন অসহায়দের সেবায় নিয়োজিত।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলা সদরের সদর ইউপির বদলগাছী হাটখোলা বাজারে অবস্থিত আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ। এই আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত হয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদের পরিচালক মোঃ খায়রুল ইসলাম (বাবু) নিজ উদ্দেগ্যে তার কান্টিনে দুপুর ১.০০-২.০০ টা পর্যন্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার পরিবেশন করে থাকেন।
এ বিষয়ে আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদের পরিচালক মোঃ খায়রুল ইসলাম বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ২০০৫, ২০০৬ সাল থেকে অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত। ২০২৩ সালে আমি যখন আমার কান্টিনটি গড়ে তুলে তখন এই অসহায় ও দুস্থ মানুষ গুলো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতো বিনিময়ে পেত অবহেলা ও অবজ্ঞা। আমি তখন চিন্তা করি এদের জন্য কিছু করা দরকার। যেই ভাবা সেই কাজ। ঠিক তখন থেকেই আমি আপনাদের সকলের দোয়ায় প্রতিদিন দুপুর ১.০০-২.০০ টা পর্যন্ত এদের মাঝে বিনামূল্যে দুপুরের খাবার পরিবেশন করে থাকি।
এ বিষয়ে বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু রায়হান লিটন জানান, আশার আলো প্রতিবন্ধী কল্যাণ পরিষদ যে উদ্দেগ্য গ্রহন করেছে তা নিঃসন্দেহে একটি প্রশংনীয় উদ্দেগ্য। আমি মনে করি তার এই উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিদ্যমান এগিয়ে এলে এই প্রয়াস সার্থক হবে।